হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা বা ফাঁড়ি মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩৪৪ পিস ইয়াবা, ১৩০ বোতল ফেন্সিডিল, ৭০২০ লিটার চোলাই মদ, ৫০ ক্যান বিয়ার, ২ গ্রাম হেরোইন, ৩১০০ কেজি কারেন্ট জাল উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২টি রেজিষ্ট্রেশনবিহীন মোটর সাইকেল, ২টি ট্রাক, ১টি অটোরিক্সা, ১টি সিএনজি জব্দ করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্সের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মে, ২০১৭ মহাসড়কে দিনভর অভিযান পরিচালনা করে বারআউলিয়া হাইওয়ে থানা ২০০০ পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহিম(৩০) কে, মহিপাল হাইওয়ে থানা ১০০০ পিস ইয়াবা মোঃ মোতালেব(৩৬) কে, ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি ৬০০ পিস ইয়াবাসহ মোঃ ইয়াকুব(৪০) কে, মালুমঘাট হাইওয়ে ফাঁড়ি ৫৮০ পিস ইয়াবাসহ মোঃ সাদ্দাম শেখ(২৫) কে ও ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ি ১৬৪ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ মোক্তার হোসেন(৩০), আসাদ মিয়া(৩০) এবং মোঃ গোলাম(৩৫) কে গ্রেফতার করে।
খাটিহাতা হাইওয়ে থানা ১৩০ বোতল ফেন্সিডিলসহ মোঃ শোয়েব(২৭), বকুল বেগম(৪০) ও রুমা বেগম(৩৫) কে গ্রেফতার করে।
রাউজান হাইওয়ে থানা একটি ট্রাক তল্লাশি করে ৭০০০ লিটার চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় জব্দ করে এসময় ট্রাকটিকেও জব্দ করা হয়। সাতগাঁও হাইওয়ে ফাঁড়ি ২০ লিটার চোলাই মদসহ আকতার হোসেন(২২) কে গ্রেফতার করে।
শাহ্পুরী হাইওয়ে ফাঁড়ি একটি অটোরিক্সা তল্লাশি করে ৫০ ক্যান বিয়ার মোঃ ইসমাইল(১৮) কে গ্রেফতার করে এসময় অটোরিক্সাটি জব্দ করা হয়।
এদিকে পরিত্যক্ত অবস্থায় শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ি একটি নম্বরবিহীন সিএনজি, ভরাডোবা হাইওয়ে ফাঁড়ি একটি ভূয়া রেজিষ্ট্রেশনকৃত হিরো মোটর সাইকেল নাওজোড় হাইওয়ে ফাঁড়ি একটি ট্রাক সাভার হাইওয়ে থানা একটি ON TEST Fengchi 100 cc মোটর সাইকেল ও ভৈরব হাইওয়ে থানা ৩১০০ কেজি কারেন্ট জাল উদ্ধার করে।