চিনের এক মহিলার কিডনিতে পাওয়া গেল ৩০০০ পাথর। চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঝাং নামে ওই মহিলা চিনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা। তলপেটে প্রচণ্ড ব্যাথা নিয়ে স্থানীয় চ্যাংঝাউ উজিং পিপসল হাসপাতালে যান তিনি। সেখানকার চিকিত্সকরাই বার করেন প্রায় ৩,০০০ পাথর।
পরীক্ষায় দেখা যায় অসংখ্য পাথর রয়েছে ওই মহিলার কিডনিতে। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করে পাথর বার করা ছাড়া উপায় নেই। অস্ত্রোপচার করে মহিলার বৃক্ক থেকে ২,৯৮০টি পাথর বার করেন চিকিৎসকরা। পাথর গুনতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে চিকিৎসকদের।
চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিসের ফলে সংক্রমণের জেরেই এই বিপুল সংখ্যাক পাথর তৈরি হয়েছিল ওই মহিলার কিডনিতে। রোগী এখন সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে কিডনি থেকে সব থেকে বেশি পাথর বেরনোর নজির রয়েছে এদেশেরই মহারাষ্ট্রের এক ব্যক্তির। ধরনাজ ওয়াডিল নামে ওই ব্যক্তির কিডনি থেকে ১,৭২,১৫৫টি পাথর বেরিয়েছিল। সেজন্য তাঁর নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে।