একটা মাকড়সা মারতে গিয়ে গোটা বাড়িতে আগুন ধরিয়ে দিলেন এক ব্যক্তি। গদির নীচে লুকিয়ে থাকা মাকড়সার গায়ে আগুন ধরাতে গিয়ে ঘটল এই চরম বিপত্তি। এরপর দমকলবাহিনী এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
যদিও দমকল আসার আগেই প্রতিবেশীরা বাগানের পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়াতে রবিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ওই ব্যক্তি একটি বড় লোমশ মাকড়সাকে পুড়িয়ে মারার জন্য টর্চ লাইটার, সিগারেট লাইটার দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছিল। তাও আবার নিজের শোয়ার ঘরে। মাকড়সাটি গদির নীচে লুকিয়ে পড়লে সেই ব্যক্তি গদিতেই আগুন ধরিয়ে দেন। যার ফলে আগুন গোটা ঘরে ধরে যায়।
যদিও এই ঘটনায় ফ্ল্যাটের অন্য বাসিন্দারা কোনও ভাবে আহত হননি। তবে এটা এখনও অস্পষ্ট যে আদৌও মাকড়সাটি মারা গেছে কিনা। তবে দমকলের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু গোটা ঘরটি পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।