মাঝ-আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই বিমানের। বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে সংঘর্ষ হল ছোট একটি বিমানের। শনিবার আমেরিকার টেক্সাসের ডালাস এগজিকিউটিভ বিমানবন্দরে এয়ার শো চলাকালীন মুখোমুখি সংঘর্ষ হয় এই দুটি বিমানের। সংঘর্ষের পর মাটিতে ভেঙে পড়ে দুটি বিমানই। সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায় দুটি বিমানেই।
মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, দুই বিমানের পাইলটের অবস্থা জানা যায়নি। তারা জীবিত আছেন নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, জানা যায়নি তা-ও।
ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই চর্চিত হচ্ছে। সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, মাটি থেকে কিছুটা উপরেই উড়ছিল বি-১৭ বম্বার বিমানটি। এবং সোজা পথেই এগোচ্ছিল। অন্য় দিকে বেল পি-৬৩ কিং কোবরা নামক একটি ছোট বিমান আসছিল বাঁদিক থেকে। ছোট বিমানটি বোয়িং বিমানের উপরে এসে ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গে দুটি বিমানই ভেঙে পড়ে, আগুন ধরে যায় দুটি বিমানেই। চার ইঞ্জিনের বি-১৭ বম্বার বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের। পি-৬৩ কিং কোবরা বিমানটিও মোটামুটি একই সময়কালের।-জি নিউজ