মধ্য চিনের হেনান প্রদেশে একটি নির্মীয়মাণ বাড়ির মাটির নিচ থেকে মিলল অন্তত কয়েক হাজার বছর আগের বেশ কয়েকটি সমাধি। মোট ২১টি সমাধি মিলেছে বাড়িটির নিচ থেকে।
সমাধিগুলির ভিতর থেকে বেশ কয়েক বাক্স সোনা-সহ বহু মূল্যবান সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগ। সবমিলিয়ে উদ্ধার হওয়া ধনসম্পদগুলির বর্তমান বাজারে মূল্য কয়েক কোটি টাকা৷
চিনের প্রত্নতাত্ত্বিক বিভাগের তরফে জানানো হয়েছে, গবেষকরা এই সমাধিগুলি পরীক্ষা করে জানিয়েছেন, সোনা-সহ বহুমূল্য রত্নগুলি আনুমানিক ৪৭৫ থেকে ২২১ খ্রীস্টপূর্বাব্দের মধ্যে তৈরি হয়েছে৷ উদ্ধার হওয়া এই ধন সম্পদের মধ্যে বয়েছে সোনা, বোঞ্জ-সহ আরও মূল্যবান ধাতুর সামগ্রী৷ এই সম্পদগুলিকে সম্পর্কে আরও বিস্তারিত জানতে মূল্যবান ধাতুগুলিকে গবেষণার জন্য পাঠানো হয়েছে৷