মানুষ কতটা নিষ্ঠুর হলে এই রকম অমানবিক কাজ করতে পারে? মাত্র ১৫০০ টাকার জন্য অকালে ঝরে যেতে হলো খুলনার মোঃ রমজান সানার সাত বছরের ছোট্ট শিশু মোঃ সিদ্দিক হোসেন হৃদয় সানাকে। রমজান সানা লালবাগের শহিদনগরের একটি বাসায় ভাড়া থাকেন।
ডিএমপি’র লালবাগ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ জানুয়ারি ২০১৯ বিকাল অনুমান চারটায় লালবাগ থানার বালুরঘাট বালুরমাঠে খেলতে গিয়ে নিঁখোজ হয় শিশু হৃদয়। এই সংক্রান্তে পরদিন ২৭ জানুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। আর আজ ২৯ জানুয়ারি সকাল ৯ টায় কামরাঙ্গীরচর থানার আলী নগরের পাকা রাস্তার উপর বস্তাবন্দি অর্ধপঁচা গলিত মৃতদেহ পাওয়া যায়। শিশু হৃদয়ের পিতা-মাতা মৃতদেহ দেখে তাদের সন্তান বলে সনাক্ত করেন।
উক্ত ঘটনা তদন্তে লালবাগ থানা পুলিশ, বালুর মাঠের পাশের বিল্ডিংয়ের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে সরাসরি জড়িত মোঃ ইয়াছিন মল্লিক(২৩)কে সনাক্ত করে। আর আজ(২৯ জানুয়ারি,২০১৯) বিকাল চারটায় কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকা হতে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ইয়াছিন পুলিশকে জানায় সে হৃদয়ের বাবা (রমজান) এর কাছে ১৫০০ টাকা পেত। টাকা ফেরত না দেওয়ায় সে হৃদয়কে অপহরণ করে এবং তার ভাড়া বাসায় নিয়ে যায়। ওইদিন অর্থ্যাৎ ২৬ জানুয়ারি সন্ধ্যায় নাক, মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর মুখে স্কসটেপ লাগিয়ে বস্তাবন্দি করে তারই শয়ন কক্ষের খাটের নিচে রেখে দেয়। এরপর সে নিজেই হৃদয়ের পিতা-মাতা ও আত্মীয় স্বজনদের সাথে মিশে হৃদয়কে খুঁজতে থাকে।
এক পর্যায়ে হত্যা করা হৃদয়ের শরীর থেকে পঁচা গন্ধ বের হলে ২৮ জানুয়ারি রাত সোয়া বারটায় তার ভাড়া বাসার পাশের সামনে রাস্তার উপর বস্তাবন্দি হৃদয়কে রেখে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ইয়াছিনের বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।