অধিকাংশ পুরুষদেরই টাই বাঁধতে সমস্যা হয়। অনেকে আবার টাই বাঁধতে গিয়ে পড়ে যান বিপাকে। পাঠকদের জন্য রইল সহজে টাই বাঁধার পদ্ধতি। মনে রাখুন এবং মাত্র ২ মিনিটে বাঁধুন টাই।
১. কোনও সমান টেবিলে পছন্দের টাইটি রেখে প্রথমে হাফ ভাঁজ করে নিন। মনে রাখবেন টাইয়ের দুইটি অংশ থাকে। চওড়া ও সরু।
২. চওড়া অংশটি গলার সরু অংশের উপর দিয়ে ঘুরিয়ে নিচে আনুন। দেখবেন একটি ফাঁস তৈরি হচ্ছে।
৩. এবার চওড়া অংশটি আরও একবার সরু অংশের উপর দিয়ে ঘুরিয়ে ফাঁসের নিচ দিয়ে উপরের দিকে টানুন।
৪. একই চওড়া অংশটিকেই ফাঁসের মধ্যে দিয়ে গলিয়ে হালকা টান দিন।
৫. চওড়া অংশের পুরোটাই উপরের দিকে টেনে তুলুন। এবার ওই অংশটি ফাঁসের মধ্যে দিয়ে ঢুকিয়ে টেনে বের করে নিন।