মাত্র তিনদিনেই এবার তৈরি হবে রকেট৷ স্যাটেলাইট লঞ্চের ক্ষেত্রে এমনই যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ISRO এর৷
সূত্রের খবর, ইসরোর ‘স্মল লঞ্চ ভেহিকল’ তৈরি হতে ৩০-৪০দিনের পরিবর্তে সময় নেবে মাত্র তিনদিন৷ পিএসএলভি-র থেকে যা অনেক কম সময়েই তৈরি হবে, পাশাপাশি এর এক দশমাংশ ব্যয় হবে নয়া এই রকেট তৈরিতে৷
তিরঅনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারের (VSSC)-এর ডিরেক্টর ডঃ কে শিবান ভারতের এক সংবাদ মাধ্যমকে জানান, ২০১৮-১৯-এর মধ্যেই লঞ্চ করা হবে এই ‘স্মল লঞ্চ ভেহিকল’৷ মিনি-পিএসএলভি হবে ১০০টন হবে বলে জানিয়েছেন তিনি৷
নরম্যাল সাইজের পিএসএলভি রকেটের জন্য যে অর্থ ব্যয় হয়, সেই অর্থে মিনি পিএসএলভি অনেকগুলি তৈরি করা যাবে বলে দাবি তাঁর৷ ইসরো সেক্ষেত্রে স্বল্প ব্যয়ে অনেকগুলি স্যাটেলাইট লঞ্চ করতে সক্ষম হবে৷ নরম্যাল পিএসএলভি-র মতো এই ‘স্মল ভেহিকল’ গুলিও ন্যানো স্যাটেলাইট লঞ্চ করতে পারবে৷
মূলত ন্যানো স্যাটেলাইটের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই ইসরো এই ধরনের পরিকল্পনা নিয়েছে৷ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ইসরোর ওয়ার্কহাউস PSLV C37 ১০৪টি স্যাটেলাইট লঞ্চ করে৷ গত ২৩ জুনে এই সংস্থা ৩০ ছোট স্যাটেলাইট এবং প্রাইমারি স্যাটেলাইট Cartosat-2 লঞ্চ করে৷