কারিতাস প্রচেষ্টা প্রকল্পের উদ্যোগে মোহাম্মদপুর থানার সভা কক্ষে মাদকাসক্তি প্রতিরোধে পুলিশ প্রশাসন ও কমিউনিটির ভূমিকা বিষয়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২জুন ২০১৭ তারিখে মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) জানে আলম মুন্সি সভাপতি হিসেবে উপস্থিত থেকে বলেন, কারিতাস প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে মাদকাসক্তি প্রতিরোধে কমিউনিটিকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রচেষ্টা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরো বলেন যে, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সকলে মিলে একসাথে মাদাকের বিরুদ্ধে কাজ করে যেতে হবে।
কারিতাস এবং কারিতাস প্রচেষ্টা প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ফরিদ আহাম্মদ খান কর্মসূচী কর্মকর্তা (প্রচেষ্টা)। তিনি প্রচেষ্টা প্রকল্পের কার্যক্রমের উপর একটি ভিডিও দেখান।
তিনি উপস্থিত সকলকে উল্লেখ করে বলেন যে, প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে মাদকাসক্ত এবং যৌন কর্মীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য প্রকল্পের কর্মীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত সভায় পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধি এবং কমিউনিটির প্রতিনিধি অংশ গ্রহণ করেন।