রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ভয়াবহ মাদকের অন্ধকার থেকে আলোর পথে এসেছে ১০৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী।
২১ ডিসেম্বর, ২০১৯ বিকেলে মিঠাপুকুর থানাধীন নানকর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিঠাপুকুর থানার অন্তর্গত ২টি ইউনিয়নের মোট ১০৭ জন নারী ও পুরুষ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দেয়ার অঙ্গীকার করেন। অঙ্গীকারাবদ্ধ মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় মাদক ব্যবসায়ীরা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। তারা বলেন, আমরা জীবনে যে ভুল করেছি এই ভুল যেন আর কেউ করবেন না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আবু মারুফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার”ডি-সার্কেল” রংপুর মোঃ আরমান হোসেন, পিপিএম, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আলী বিশ্বাস প্রমুখ।