‘মাদকমুক্ত সমাজের পথে ডিএমপি আছে সবার সাথে’ এই শ্লোগানকে সামনে নিয়ে আজ লালবাগ ডিভিশনে অনুষ্ঠিত হলো এক মাদকবিরোধী সমাবেশ। এই সমাবেশে হাজারও মানুষের সামনে মাদক ছেড়ে সুপথে ফিরেছেন ১৩৮ জন। তারা কেউ ছিল মাদক ব্যবসায়ী কেউবা মাদক সেবক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র উদ্যোগে এখন তারা সুস্থ্ সুন্দর জীবনে ফিরে এসেছে।
১২ জুন ২০১৮ মঙ্গলবার বিকেলে আজিমপুর গভঃ স্কুল অ্যান্ড কলেজে লালবাগ বিভাগ ‘মাদক ছেড়ে সুপথে ফেরা’ নামক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা মহানগর(দক্ষিণ) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদসহ ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে মাদক ছেড়ে সুপথে আসা ১৩৮ জন নারী- পুরুষকে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মাদক ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারী দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে মাদক বিরোধী অভিযান চলছে। ডিএমপি আগে থেকে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সচেষ্ট। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসতে বলেছেন।’
তিনি আরো বলেন, ‘মাদকের আগ্রাসন থেকে বাঁচতে আপনার পরিবারের সদস্যদের প্রতি বিশেষ নজর রাখবেন। যারা মাদক ব্যবসা করে তাদের খবর পুলিশকে দিন। জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে সভা সমাবেশ করবো। সকল শ্রেণী, পেশার মানুষ একত্র হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।’
মাদকের বিরুদ্ধে ডিএমপি’র অবস্থান সম্পর্কে কমিশনার বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার মধ্য দিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। ডিএমপি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান করছে। অভিযানে অনেক মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেফতার করেছি। উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক মাদকদ্রব্য। জনগণের সহায়তা নিয়ে জঙ্গিবাদের মত আমরা সফলভাবে মাদককে নির্মূল করবো।’
বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নেই তারা এখন সামাজিক দায়বদ্ধতা থেকে মাদক সেবীদের পাশে এসে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, মাদক শুধু নিজেকেই নয়, গোটা সমাজকে ধ্বংস করে। এ সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানের ভূয়সী প্রশংসা করেন। তিনি মাদকসেবীদের সুপথে ফিরিয়ে আনার লক্ষ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে অনুরোধ করেন।
তিনি বলেন, শুধু পুলিশ দিয়ে মাদক সমস্যার সমাধান করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। এজন্য সমাজের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এমন একটি মহতি অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সাধুবাদ জানান। যারা মাদকে জড়িয়ে যায় তারা কাণ্ডজ্ঞানহীন। এরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিতে নানা ধরনের অপরাধ করে থাকে। মাদক ব্যবসায়ীদের সনাক্ত করে তাদের আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই দ্রুত এই সমস্যা দূর করা যাবে।