ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তার সন্তানের বিরুদ্ধে মাদক পাচারের যে অভিযোগ উঠেছে তা সত্য হলে তিনি তাকে হত্যা করবেন।
তরুণ রাজনীতিবিদ পাওলো দুতার্তে (৪২)মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি চীনা গ্রুপের সদস্য বলে অভিযোগ করেন বিরোধী একজন আইনপ্রণেতা। তবে চলতি মাসে পাওলো সিনেটের তদন্তকারী দলের কাছে এ অভিযোগ অস্বীকার করেন।
ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে বুধবার সরকারি কর্মীদের উদ্দেশ্যে দুতার্তে বলেন, আমি আগেও বলেছি, আমার কোন সন্তান মাদকের সাথে জড়িত থাকলে আমি তাদেরও হত্যা করবো। যেন লোকজন কিছু বলতে না পারে।তিনি বলেন, সুতরাং আমি আমার ছেলে পাওলোকে বলছি, তুমি অভিযুক্ত হলে আমার নির্দেশ তোমাকে হত্যা করা। আর যে পুলিশ তোমাকে হত্যা করবে আমি তাকে রক্ষা করবো।দুতার্তে (৭২) দেশটির আইন শৃঙ্খলা নিয়ে নজিরবিহীন প্রচারণার মধ্যদিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। তিনি এক লাখ মাদক পাচারকারী ও মাদকাসক্তকে হত্যা করে সমাজ থেকে অবৈধ মাদক নির্মূলের অঙ্গীকার করেন।
গতবছরের মাঝামাঝিতে তার ক্ষমতায় আসার পর থেকে পুলিশ মাদক সংশ্লিষ্টতার কারণে ৩ হাজার ৮শ লোককে হত্যা করেছে বলে খবরে বলা হয়েছে।