ডিএমপি নিউজঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করেছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত হতে ১৮,২৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম ২৬৪ পুরিয়া হেরোইন, ২১ কেজি ৬০পুরিয়া গাঁজা, ১০৪ বোতল ফেন্সিডিল, ৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
২৯ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা রুজু হয়েছে।