ভারতের রাষ্ট্রপতি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে ভারত।
আজ (মঙ্গলবার) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির বাসভবন রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তাঁর আগমনে স্বাগত জানান।
রাষ্ট্রপতির দেহরক্ষীদের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের গেট থেকে ফোরকোর্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর মোটর শোভাযাত্রাকে এসকর্ট করে। পরে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন বাহিনীর একটি চৌকস দল বাংলাদেশ প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
এরপর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেজেন্টেশন লাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন। সূত্রঃ বাসস