জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। ২০১৫ সালের সূচকে বিশ্বের ১৮৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৩৯। এর আগে ২০১৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২।
বুধবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন উপস্থাপন করেন ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের (এইচডিআরও) পরিচালক ড. সেলিম জাহান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সদস্য ড. শামসুল আলম।
প্রতিবেদন অনুযায়ী মানব উন্নয়ন সূচকের শীর্ষে রয়েছে নরওয়ে। এরপর রয়েছে অষ্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানী, ডেনমার্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র। তালিকায় ভারত রয়েছে ১১৩তম, পাকিস্তান ১৪৭তম, নেপাল ১৪৪তম, ভূটান ১৩২তম, শ্রীলংকা ৭৩তম অবস্থানে।
প্রতিবেদন উপস্থাপনকালে ড. সেলিম জাহান বলেন, দক্ষিণ এশিয়ায় ১৯৯০ থেকে ২০১৫ পর্যন্ত মানব উন্নয়ন সূচকে দ্বিগুণ উন্নতি হয়েছে। খুব কম দেশই এই উন্নতি করেছে। দুই হাজার ডলারের কম মাথাপিছু আয় করেও প্রতিবেশি দেশগুলোর চেয়ে অর্জন ভালো উল্লেখ করেন তিনি। আমাদের গড় আয়ু ৭২ বছর ছাড়িয়েছে। যা ভারত ও পাকিস্তানে ৬৬ বছর। ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার বাংলাদেশে হাজারে ৩৮ এ নেমে এসেছে যা ভারতে ৪৫ এবং পাকিস্তানে ৮১।
লিঙ্গ সমতার ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়েছে বাংলাদেশ। এর থেকে মূল বার্তা হলো যে, তুলনামূলক মাথাপিছু কম আয় করেও বাংলাদেশ মানব উন্নয়নে এগিয়ে গেছে। ১৯৯০ সালের পর ২বিলিয়নেরও বেশি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছে। এসয়ের মধ্যে বিশ্বব্যাপী শিশু মৃত্যুর হার অর্ধেকে নেমে এসেছে। এখন ২.৬ বিলিয়ন মানুষ নিরাপদ পানি সুবিধা পচ্ছে। তবে অগ্রগতির সাথে সাথে কিছু বিপরীত তথ্যও রয়েছে। এখনও বিশ্বে দারিদ্র্য মানুষ রয়েছে,অসমতা রয়েছে, জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা অনেক এগিয়েছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জলবায়ু পরিবর্তন জনিত অভিঘাত। উন্নত বিশ্ব এর জন্য দায়ী। তারা যদি জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় এগিয়ে না আসে তা হলে এর প্রভাব হবে ভয়াবহ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন,আমরা ক্রমেই ভাল করছি। বাংলাদেশ এখন মধ্যম মানব উন্নয়ন দেশগুলোর তালিকায় রয়েছে। একসময় উচ্চ অবস্থানে যাবো। সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
আবুল কালাম আজাদ বলেন, আমরা এমডিজিতে ভাল করেছি। এসডিজিতেও ভাল করবো। মানব সূচকে আমরা এগিয়ে গেছি, আরও এগিয়ে যাব।
ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা অনুসারে এগুচ্ছি আমরা। আরও এগিয়ে যাব। প্রতিবেশি দেশ ভারত ও পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশ থেকে বেশি। এর পরেও সামাজিক সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক কার্যক্রম এবং স্বাস্থ্য খাতে ভালো অগ্রগতি হয়েছে।