ডিএমপি নিউজ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিউটি নামে এক নারী হারিয়ে গেছে। তার বয়স ৪০ বছর। বাবার নাম- শাহজাহান হাওলাদার। তার গায়ের রং-শ্যাম বর্ণ, উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সবুজ জামা।
তার পরিবার জানায়, বিউটি মানসিক ভারসাম্যহীন। সে গত ৩ মার্চ ২০২৪ খ্রি. বিকালে শনির আখড়া পূর্ব শেখদী এলাকার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ডিএমপির যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের ছোট বোন সুমী আক্তার। জিডি নং-২১৩২-২৪/৩/২০২৪খ্রি.।
বিউটির সন্ধান পেলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৫০৯) অথবা ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৫১৬) মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।