রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মোঃ আলামিন নামের ১৩ বছরের এক মানসিক ভারসাম্যহীন ছেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার সময় তার পড়নে ছিলো গেঞ্জি ও জিন্সের প্যান্ট। তার মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা ও উচ্চতা ৫ ফুট।
কামরাঙ্গীরচর থানা সূত্র জানায়, মোঃ আলামিন গত ৩০ নভেম্বর ২০২৪ খ্রি. বিকেল ০৩.০০ ঘটিকায় কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আলামিনের মা মোছাঃ মনোয়ারা ওরফে রুমানা আক্তার। জিডি নং-২২৪, তারিখ- ০৪/১২/২০২৪খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মো: মোহসীনের সন্ধান জেনে থাকলে কামরাঙ্গীরচর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) এ বি এম মাহমুদুল ইসলাম (০১৬৭৭-৪৯৭৮১২) অথবা কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসারের (০১৩২০-০৩৯৯২৮) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।