ডিএমপি নিউজ: করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অকারণে ঘোরা-ফেরা নিয়ন্ত্রণ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) রাজধানী জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
মানুষ যাতে অহেতুক বাইরে না আসেন এজন্য আজ বৃহস্পতিবার(৯ এপ্রিল, ২০২০) ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএমপির একটি দল।
এ সময় ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানার এক ব্যক্তির মোটর সাইকেলের কাগজপত্র না থাকায় ৫০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।
অহেতুক রাস্তায় ঘোরা-ফেরার কারণে লালবাগ বিভাগের কোতয়ালী থানার ১২ জনকে ৫৫০০ টাকা, চকবাজার থানার ১৬ জনকে ৫২০০ টাকা, সূত্রাপুর থানার ২ জনকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
মিরপুর বিভাগের মিরপুর মডেল থানা এলাকায় এক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেলের কাগজ না থাকার জন্য ৬০০০ টাকা ও শাহ আলী থানা এলাকায় একটি মুরগীর দোকানি সামাজিক দূরত্ব বজায় না রেখে অহেতুক ভিড় জমিয়ে দোকান পরিচালনার জন্য ১০০০ টাকা জরিমানা করা হয়।
গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানা এলাকায় এক দোকানদার সামাজিক দূরত্ব বজায় না রেখে মালামাল বিক্রয়ের দায়ে ২০০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অন্যান্য থানা এলাকায় মৌখিকভাবে সর্তক করা হয়।