করোনা আক্রান্ত মায়ের বুকের দুধ থেকে শিশুরা সংক্রমিত হয় না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর গবেষণা বিভাগের সিনিয়র উপদেষ্টা আনশু ব্যানার্জি বলেন, ‘এখন পর্যন্ত আমরা মায়ের দুধে করোনা ভাইরাস শনাক্ত করতে পারিনি।’
সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানান, তারা খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তবে এখনো এমন কোন নজির পাওয়া যায়নি।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘কভিড-১৯ রোগে শিশুদের ঝুঁকি কম। কিন্তু অনেক রোগ আছে যেগুলো তাদের জন্য উচ্চ ঝুঁকির কারণ, মায়ের বুকের দুধ এসব প্রতিরোধ করতে পারে।’ সূত্র- রয়টার্স