ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতাদের মধ্যে গিরিশ কারনাড ছিলেন অন্যতম শক্তিশালী অভিনেতা। ভারতের এই বর্ষীয়ান অভিনেতা, পরিচালক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মারা গেছেন। আজ সোমবার ভোরে বেঙ্গালুরুর লাভেলি রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
১৯৩৮ সালের ১৯ মে তৎকালীন বোম্বে শহরে জন্ম হয়েছিল গিরিশের। চার ভাইবোনের মধ্যে তৃতীয় ছিলেন তিনি। তাঁর প্রাথমিক পড়াশোনা কর্নাটকে। অঙ্ক ও সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর রাজনীতি ও অর্থনীতি নিয়ে অক্সফোর্ডে পড়াশোনা করেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন চলচ্চিত্রসহ বিভিন্ন অঙ্গনের মানুষেরা।