মিখাইল গর্বাচেভ মস্কোতে মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে দেওয়ার মধ্যদিয়ে ইতিহাসের পথ পরিবর্তন করেন।
মঙ্গলবার (৩০ আগস্ট ২০২২) গুরুতর এবং দীর্ঘ অসুস্থতার পর মস্কোর কেন্দ্রস্থলের একটি হাসপাতালে গর্বাচেভ মারা যান।
১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা গর্বাচেভ যুক্তরাষ্ট্র-সোভিয়েত সম্পর্কের বরফ গলাতে সহায়তা করেন এবং তিনি বেঁচে থাকা শেষ স্নায়ু যুদ্ধ নেতা ছিলেন। শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধ অবসানে রাখা ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বনেতারা। জাতিসংঘ মহাসচিব বলেন, গর্বাচেভ ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছেন।
মিখাইল গর্বাচেভ ১৯৯০ সালে নোবেল শান্তি পুরস্কার পান। তথ্যসূত্রঃঅনলাইন