মার্কিন অভিনেত্রী ডিনা মেরিল আর নেই। এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৩ বছর।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, মেরিল সোমবার নিউইয়র্কে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডেমেনশিয়ায় (স্মৃতিভ্রংশ) ভুগছিলেন।
মেরিল ফ্লোরিডার পাম বিচের মার–এ–লাগো এস্টেটে বেড়ে উঠেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এটির মালিক। খবর এএফপি’র।
মেরিল ১৯৫৭ সালে রোমান্টিক কমেডি সিনেমা ‘ডেস্ক সেট’ এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আবির্ভূত হন। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেন ক্যাথরিনা হেপবার্ন ও স্পেন্সার ট্র্যাসি। তিনি ২০টির বেশি চলচ্চিত্রে ও বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেন।
তার সহশিল্পীদের মধ্যে রবার্ট মিটচাম, ক্রেই গ্রান্ট, টনি কার্টিস ও এলিজাবেথ টেইলর উল্লেখযোগ্য।