পরকীয়ার জেরে মার্কিন কংগ্রেসের সদস্য কেটি হিল (৩২) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের সদস্য কেটি এক টুইটে বলেছেন, এমন অভিযোগ ভিত্তিহীন। তবে যেহেতু তার বিরুদ্ধে এ নিয়ে তদন্ত চলছে তাই তিনি ভাঙা হৃদয় নিয়ে পদত্যাগ করছেন।
টুইটারে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আমার নির্বাচনী দায়িত্ব, আমার সম্প্রদায় ও দেশের জন্য এটাই উত্তম। খবর বিবিসি’র।
কেটি হিল’কে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উদীয়মান রাজনীতিক বলা হয়। কিন্তু তার নগ্ন ছবি প্রকাশ ও বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কের অভিযোগে সরগরম মার্কিন মুলুক। তার বিরুদ্ধে এসব অভিযোগে তদন্ত করছে প্রতিনিধি পরিষদের এথিকস কমিটি।
একদিকে স্বামী কেনি হেসলেপ। অন্যদিকে ক্যাপিটাল হিলে নির্বাচনী প্রচারণা বিষয়ক একজন সহযোগী। এই দু’জনের সঙ্গেই যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন কেটি হিল।