ফ্রান্সে এসিড হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই নারী পর্যটক। মার্সাইল শহরে এক নারী ওই দু’জনের গায়ে হাইড্রোক্লোরিক এসিড নিক্ষেপ করেছেন। তবে পুলিশের ভাষ্য, এসিড ছুড়ে মারা ওই নারী হয়তো মানসিক সমস্যায় ভুগছিলেন। এটা কোনো সন্ত্রাসী হামলা নয় বলে উল্লেখ করেছে পুলিশ।
আহত নারীদের মধ্যে একজনের চোখে আংশিক ক্ষতি হয়েছে। এসিড হামলার শিকার হওয়ার পরপরই তাদের দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে হাসপাতাল থেকে তাদের অব্যাহতি দেয়া হয়।