ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন-মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ইরান। মার্কিন নিষেধাজ্ঞায় ভয় পায় না ইরান।
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নিষেধাজ্ঞায় ইরানের জনগন অনাহারে পড়বে, এতে একপর্যায়ে বাধ্য হয়েই আমাদের সঙ্গে আলোচনায় বসবে। তার জবাবে এসব কথা বলেন জারিফ।
জারিফ তার টুইটারে বলেন, মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা করেনা ইরান। এই নিষেধাজ্ঞায় ইরান শুধু টিকেই থাকবে না আরো মাথা উঁচু করে দাঁড়াবে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনি বলেন, আমেরিকার সঙ্গে কোন ধরণের আলোচনায় বসবে না ইরান।
উল্লেখ্য, চলতি মাসের ৫ তারিখ থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রশাসন।