আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ৭ হাজার ৫০০ কোটি ডলার সমমূল্যের মার্কিন পণ্যে ধার্যকৃত আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েছে চীন। দীর্ঘদিন ধরে চলমান বাণিজ্যযুদ্ধের পর গত মাসে দেশ দুটির মধ্যে প্রথম ধাপের সমঝোতামূলক বাণিজ্য চুক্তি হয়। এর পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বরে ১ হাজার ৭০০ মার্কিন পণ্যের ওপর আরোপিত ৫-১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ২ দশমিক ৫ থেকে ৫ শতাংশ করার ঘোষণা দিল চীন। খবর: এএফপি ও রয়টার্স।
৬ ফেব্রুয়ারি চীনের স্টেট কাউন্সিল ট্যারিফ কমিশন জানায়, শুল্ক কমানোর এ সিদ্ধান্তের আওতায় থাকছে মার্কিন সামুদ্রিক খাবার, পোলট্রি ও সয়াবিন। এসব পণ্যে শুল্ক আরোপ করা হয়েছিল ১০ শতাংশ। এছাড়া বৈজ্ঞানিক ও চিকিৎসাসংশ্লিষ্ট কাজে ব্যবহারযোগ্য টাংস্টেন বাতি আমদানির ক্ষেত্রেও আরোপিত শুল্ক অর্ধেক করা হবে। শুল্ক কমানো হবে বিশেষ কিছু উড়োজাহাজের মডেলের ক্ষেত্রেও।
কমিশনের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরো জোরদার ও স্থিতিশীল করার জন্যই শুল্ক কমানোর এ পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে আশা করা হচ্ছে, ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকরের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রও ১২ হাজার কোটি ডলার সমমূল্যের চীনা পণ্যে আমদানি শুল্ক অর্ধেক করবে। এর মধ্য দিয়ে উভয় দেশ প্রথম ধাপে সম্পাদিত বাণিজ্য চুক্তির বিভিন্ন শর্ত মেনে চলবে, যা বাজারের আত্মবিশ্বাসও ফিরিয়ে আনবে।