রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা বাতিল করার মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছে তুরস্ক। রুশ ইয়েনি সাফাক সংবাদপত্র এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহের গোড়ার দিকে আংকারা সফরকালে মার্কিন এক প্রতিনিধিদল এ প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল, তুরস্কের কাছে প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর করা হবে এবং তার বিনিময়ে এস-৪০০ কেনা থেকে আংকারাকে বিরত থাকতে হবে। প্রযুক্তি হস্তান্তর বাবদ খরচার ক্ষেত্রে কতোটা ছাড় দেয়া হবে তা প্রস্তাবে উল্লেখ করা হয় নি। আর এর ভিত্তিতে প্রস্তাবকে তুরস্ক নাকচ করে দেয় বলে জানিয়েছে ইয়েনি সাফাক।