উত্তর কোরিয়ার উপরে পাল্টা চাপ তৈরি করা শুরু করে দিল আমেরিকা। পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু বোমা, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাল্টা জবাব হিসেবে কোরিয় উপদ্বীপে আকাশ তোলপাড় করল মার্কিন স্টিলথ ফাইটার জেট ও বোমারু বিমান।
সোমবার হঠাৎই কোরিয় উপসাগরের আকাশে দেখা দিল ৪টি মার্কিন স্টিলথ ফাইটার জেট ও ২টি বি–১বি বোমারু বিমান। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ও বোমার ক্ষমতা পরখ করার জন্যই ওই মহড়া বলে মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়া ইতিমধ্যেই কয়েকটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। শুধু তাই নয়, ওই ক্ষেপণাস্ত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম তা প্রকাশ্যে বলেছে কিমের দেশ। সম্প্রতি হাইড্রোজেন বোমাও পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এমনকী জাপানকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতাও তারা রাখে বলেও জানিয়েছে পিয়ংইয়ং।
প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের নির্দেশ তোয়াক্কা না করেই, ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া তাদের ষষ্ঠ পরমাণু বোমা পরীক্ষা করে। পাশাপাশি গত শুক্রবার জাপান সাগরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিমের কোরিয়া। বার বার কিমের গর্জনের পাল্টা হুঁশিয়ারি দিতেই আজ এমনভাবে ক্ষমতা প্রদর্শন করল মার্কিন যুক্তরাষ্ট্র, বলে মনে করছেন আন্তর্জাতিক মহল। মার্কিন বিমানের সঙ্গে ছিল দক্ষিণ কোরিয়ায় ৪টি এফ–১৫কে যুদ্ধবিমানও।
মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই হুমকি দিয়েছে, পিয়ং ইয়ং যদি তার অস্ত্র পরীক্ষা না থামায় তা হলে তাকে ধ্বংস করে দেওয়া হবে।