তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ শতকের গোড়ার দিকে আর্মেনিয়ায় তুরস্ক গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সিনেটে প্রস্তাব পাস করার প্রতিবাদে আঙ্কারায এ পদক্ষেপ নিয়েছে।
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সিনেটের ওই পদক্ষেপে যে বিরক্ত সে বার্তা মার্কিন রাষ্ট্রদূতের কাছে পৌঁছে দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে ওই প্রস্তাব পাস করে যা আঙ্কারাকে ক্ষুব্ধ করেছে।
তুরস্ক এবং ওয়াশিংটনের মধ্যে নানা ইস্যুতে যখন প্রচণ্ড রকমের টানাপড়েন চলছে তখন মার্কিন সিনেট এ প্রস্তাব পাস করে। অবশ্য, মার্কিন সরকার এ প্রস্তাব মানতে বাধ্য নয়। এর আগে চলতি বছরের অক্টোবর মাসে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি পাস করেছিল। সে সময় প্রস্তাবের পক্ষে ৪০৫ ভোট এবং বিপক্ষে ১১ ভোট পড়ে।
মার্কিন সিনেটে প্রস্তাব পাস হওয়ার পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু টুইটার পোস্টে একে রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেছেন, যেহেতু আইনগতভাবে মার্কিন সরকার এটি মানতে বাধ্য নয়, ফলে এর কোনো বৈধতাও নেই। চাভুসওগ্লু তীর্যক মন্তব্য করে বলেছেন, যারা ইতিহাসকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তারা কাপুরুষ এবং তারা সত্যকে মোকাবেলা করতে সাহস পায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্ক এবং দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলতে চাইছেন কিন্তু আঙ্কারার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের কারণে মার্কিন কংগ্রেস তাতে বাধা দিচ্ছে।-পার্স টুডে।