ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সিনেমার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এক দশকের বেশি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। আগামী মার্চে বিয়ের পিঁড়িতে বসছেন এ অভিনেত্রী।
রাশিয়ান বয়ফ্রেন্ডের সঙ্গে আগামী মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন শ্রিয়া। কয়েকদিন আগে পরিচয় হলেও এরই মধ্যে তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নেয়ার পরিকল্পনা করেছেন তারা। হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে দেখা করতে এখন রাশিয়ায় অবস্থান করছেন শ্রিয়া। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ভারতের রাজস্থানে।
শ্রিয়া সরন অভিনীত সর্বশেষ সিনেমা পয়সা উসুল। এতে নান্দামুরি বালাকৃষ্ণার বিপরীতে অভিনয় করেন তিনি। এ ছাড়া তার হাতে আছে বেশ কয়েকটি নতুন সিনেমা। এর মধ্যে নারাগাসুরন সিনেমায় অরবিন্দ স্বামীর বিপরীতে, তারকা সিনেমায় নানা পাটেকরের বিপরীতে অভিনয় করবেন এ অভিনেত্রী। মালায়ালাম সিনেমা সল্ট অ্যান্ড পিপার’র রিমেক হচ্ছে তারকা। এ ছাড়া তেলেগু ভাষার বীরা ভোগা বসন্ত রায়ালু সিনেমাতেও অভিনয় করবেন তিনি। এতে সুধির বাবুর সঙ্গে জুটি বাঁধবেন শ্রিয়া।