মার্সেইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লিগ ওয়ানে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে পিএসজি। রবিবার রাতে ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে প্রথমার্ধে দুটি করে গোল করেন এমবাপ্পে ও ইকার্দি।
এদিন ২৬ মিনিটের মধ্যে ইকার্দির দুই গোলের পর ব্যবধান বাড়ান এমবাপ্পে। তিনি গোল করেন ৩২ এবং ৪৪তম মিনিটে। পঞ্চম গোলও পেয়ে যেতে পারত পিএসজি। শেষ দিকে ইকার্দি-এমবাপ্পে দারুণ বোঝাপড়ায় বক্সের ভেতর ঢুকে পড়েন। এমবাপ্পে শেষ পর্যন্ত বাইরে মেরে সুযোগটি নষ্ট করেন।
মার্সেইকে সান্ত্বনার গোল পেতে দেননি ডিফেন্ডার থিয়াগো সিলভা। বক্সের ভেতর চোখজুড়ানো ব্লক করে মৌসুমে সব প্রতিযোগিতায় ১২তম বার পিএসজির জাল অক্ষত রাখেন।১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে টুখেলের দল। ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে নঁতে। ১৬ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে মার্সেই।