প্রেসিডেন্ট নির্বাচনের আগে জাতিগত সহিংসতায় আফ্রিকার দেশ মালিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আগামীকাল সেখানে দেশটির অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে বলছে, আদিবাসী ফুলানি সম্প্রদায় এবং ঐতিহ্যবাহী শিকারি জনগোষ্ঠী ডোজোসের মধ্যকার সহিংসতায় ওই ১৭ জন নিহত হন।
জানা গেছে, সহিংসতায় নিহতদের সবাই ফুলানি সম্প্রদায়ের লোক। সে দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় থাকায় কয়েকদিন পরপরই সেখানে সহিংসতার ঘটনা ঘটছে।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, গত এক বছরে সেখানে ৯৯টি সহিংস ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইশ ৮৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।