আফ্রিকার দেশ মালিতে এক সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন সেনা নিহত হয়েছেন। দুই স্থানীয় কাউন্সিলরকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
নিকটবর্তী শহর কায়েরির মেয়র ইউসি কুলিবালি বলেন, দিউরা গ্রামের ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে ওই ঘাঁটির ভেতরে অবস্থান করছি এবং অনেকে মারা গেছেন।’
সেনা মুখপাত্র দিয়ারান কোন এই হামলার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। আরকেটি সামরিক সূত্র এএফপিকে জানায়, হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেছিলো সেনারা। তিনি বলেন, ‘আমাদের সেনারাও গুলি চালিয়েছে। আমরা এখনও হতাহতের সঠিক সংখ্যা জানি না।’
বিগত বছরগুলোতে মালিতে আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো একাধিক হামলা চালিয়েছে।