এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে মাত্র নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। দলীয় অধিনায়ক নিগার সুলতানা ৩৪ বল খেলে করেন ৫৩ রান।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুর্দান্ত বোলিং নৈপুন্যে মাত্র ৪১ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছেন ফারিহা ইসলাম।