মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের প্রধান আনোয়ার ইব্রাহিম দেশটির দক্ষিণাঞ্চলীয় পোর্ট ডিকসনের সংসদীয় আসনের উপনির্বাচনে মোট ভোটের প্রায় ৫২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মূলত এর ফলে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। শনিবার (১৩ অক্টোবর) অঞ্চলটিতে অনুষ্ঠিত নির্বাচনে আনোয়ার মোট ৩১ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। দেশটির নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছরের মে মাসে নির্বাচনে এই আসনে যিনি জয়ী হয়েছিলেন তার ভোটের ব্যবধান ছিল ১৭ হাজারের বেশি। মূলত তিনি আনোয়ার ইব্রাহিমকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতেই পদত্যাগ করেন।এরপর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথমবারের মতো বড় ধরনের কোনো পরীক্ষার মুখোমুখি হয়েছেন মালয়েশিয়ার ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহীম। আনোয়ার ইব্রাহিমের এ বিজয় তাকে মাহাথির মোহাম্মদের হাত থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পথ সুগম করলো বলে মনে করছেন বিশ্লেষকরা।