ডিএমপি নিউজঃ মালয়েশিয়ার একটি পাইলট স্কুলে প্রশিক্ষণের সময় জোড়া হেলিকপ্টারের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। হেলিকপ্টার দু’টির একটি কুয়ালালামপুরের বনাঞ্চলের অংশে ও অন্যটি একটি স্কুলের মাঠে নিরাপদে অবতরণ করতে পেরেছে।
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টার দু’টি নিয়মিত প্রশিক্ষণের জন্য সুবাং বিমানবন্দর ছেড়ে যায়।
পরিবহণমন্ত্রী ওয়ে কা সিয়ং জানান, দু’জন ক্রুর সদস্য দুর্ঘটনায় দুঃখজনকভাবে মারা যান।
শখ করে হেলিকপ্টারে ওড়া সমৃদ্ধ মালয়েশিয়ানদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।