মালয়েশিয়ায় রবিবার দুপুরে কেএম ৯২ জালান গুয়া মুসাং-লজিং এলাকায় ভারি বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় ঘটেছে। এই ভূমিধসে সেখানে কর্মরত এক বাংলাদেশি কর্মীর মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ। নিখোঁজ রয়েছেন ৩৭ বছর বয়সী বাংলাদেশী নাগরিক মোহাম্মদ জিয়ারুল আকন্দ। তিনিএকটি কৃষি খামারের কর্মী ছিলেন।
সোমবার মালয় মেইল তাদের প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে। ভূমিধসে দুই লাইনের দুই কিলোমিটার রাস্তায় পাথর, কাঠ ও মাটি পড়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে চার চাকার দুইটি গাড়ি আটকে পড়ে। কাদামাটিতে গাড়ি দুইটি ভেসে গেলেও ভাগ্যক্রমে বেঁচে যান দুই চালক।
জেলা পুলিশের বরাত দিয়ে মালয় মেইল জানিয়েছে, খামারের কাছেই এ ভূমিধস হয়। ভূমিধসের পর সেদিন রাতে জিয়ারুল ঘরে ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি খামারের মালিক।
পুলিশ কর্মকর্তা সিক সুন ফু জানান, জিয়ারুলকে খুঁজে না পেয়ে সোমবার দুপুরে থানায় অভিযোগ করেন খামারের মালিক। বিকেলে বৃষ্টির মধ্যে তাকে উদ্ধার কার্যক্রমে বের হয় পুলিশ।
সিক সুন ফু বলেন, ‘প্রাপ্ত তথ্য মতে যেখানে ভূমিধস হয়েছে তার কাছাকাছি অবস্থান করছিলেন জিয়ারুল। ধসের নিচে চাপা পড়ে তার মৃত্যু হতে পারে।’