ডিএমপি নিউজঃ চলমান ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযানকে আরো বেগবান করার জন্য সেপ্টেম্বর, ২০১৮ পুরো মাস জুড়ে ট্রাফিক আইন প্রয়োগ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।
সেপ্টেম্বর ২০১৮ পুরো মাস ট্রাফিক সচেতনতার এই মাসে ট্রাফিক আইন ভঙ্গের বিভিন্ন অপরাধে ১,৭২,৬০০টি মামলা করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।যার মধ্যে ফিটনেস সংক্রান্ত ৭,৬২৮টি, রুট পারমিট সংক্রান্ত ৬,৪৯৫টি, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত ৩০,৫৬৪টি, উল্টোপথে চলাচলের কারণে ১৩,০৮৮টি, মোটর সাইকেলের বিরুদ্ধে ৬৫,৮০৩টি মামলা উল্লেখযোগ্য।এসব মামলায় জরিমানা ধার্য করা হয়েছে মোট ১৪,১৯,০০,৪৭৯ টাকা।
এর আগে সড়কের শৃংখলা ফেরাতে ৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগরীতে মাসব্যাপী ট্রাফিক কর্মসূচির ঘোষণা দেন।
সড়কের শৃংখলা ফেরাতে তিনি সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়ে বলেছিলেন, সড়কের এই সমস্যা একদিনের নয়, এটা বহু দিন থেকে চলে আসছে। বহুদিন চলতে থাকায় সড়কের অনিয়ম যেন নিয়মে রূপ নিয়েছে। আইন না মানলে ট্রাফিক শৃংখলা ফেরানো সম্ভব হবে না। এ ক্ষেত্রে তিনি সম্মানিত নগরবাসীর সহযোগিতা চেয়েছিলেন।
সকলের দায়িত্বশীল আচরণ, সচেতনতা ও ট্রাফিক আইন প্রয়োগে পুলিশকে সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।