মাস্ক পরাকে ‘দেশপ্রেম’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের মাস্ক পরা একটি ছবি টুইট করে তিনি বলেন, আমার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ নেই।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সংক্রমণ এড়াতে মাস্ক পড়তে জোর দিচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজের মাস্ক পরিহিত সাদা-কালো একটি ছবি পোস্ট করে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এ খবর দিয়েছে ফোর্বস।
মহামারির প্রাথমিক পর্যায়ে মাস্ক না পরে জনসমাগমে উপস্থিত হওয়ায় ব্যাপক সমালোচিত হয়েছেন ট্রাম্প। তবে সম্প্রতি মাস্ক পরার প্রতি সমর্থন জানান তিনি।
সোমবারের টুইটটিতে করোনাকে ‘চীনা ভাইরাস’ উল্লেখ করে ট্রাম্প লিখেন, অনেকে বলেন, সামাজিক দূরত্ব বজায় না রাখতে পারলে মাস্ক পরা দেশপ্রেমের মতো। আমার চেয়ে বেশি বড় দেশপ্রেমিক কেউ নেই।