ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সাক্ষাৎ করেন গতকাল বুধবার। হোয়াইট হাউজে র্মাকিন প্রসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে ইসরায়েল–ফিলিস্তিনের দীর্ঘকালের বিরোধ নিরসনের আশা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলছেন, তিনি বিশ্বাস করেন ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় জাতিই একটি শান্তি চুক্তি চায়। এতদিন একে যতটা কঠিন হিসেবে দেখা হয়েছে, ততটা কঠিন হবে বলে তিনি মনে করেন না।
বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েল–ফিলিস্তিন শান্তি চুক্তি নিয়ে ট্রাম্প বলেন, আমরা এটা করবই।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৈঠকে মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জানান ১৯৬৭ পূর্ব সীমান্তের ভিত্তিতে দুই রাষ্ট্র সমাধানের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী শান্তি চুক্তি চান তারা। তবে দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি ট্রাম্প।