আজই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহাথির। আবার আজই মালয়েশিয়ার অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন তিনি। পদত্যাগ ঘোষণা দেয়ার পর আজ বিকেলে মাহাথির মালয়েশিয়ার রাজার সাথে সাক্ষাৎ করেন।
মালয়েশিয়ার রাজা (সর্বোচ্চ নেতা) ইয়াং-ডি-পারতুয়ান আগং মাহাথিরের পদত্যাগপত্র গ্রহণ করলেও তাকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
মালয়েশিয়ান সরকারের প্রধান সচিবের উদ্ধৃতি দিয়ে মালয় মেইল এ খবর প্রকাশ করেছে। সরকারের প্রধান সচিব বলেন, নতুন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত মাহাথির দেশের প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।