ডিএমপি নিউজ: দেশের অন্যতম মৎস্য সম্পদ মা ইলিশ রক্ষায় দেশ ব্যাপী নৌ পুলিশের অভিযান চলমান রয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম সুরক্ষিত করার লক্ষ্যে গত ১২ অক্টোবর হতে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মোট ২২ দিন দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সরকার কর্তৃক সম্পূর্নরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ পুলিশ নদীতে নিয়মিতভাবে টহল কার্যক্রম জোরদার করেছে। অবৈধ ভাবে সরকারী নির্দেশনা অমান্য করে নির্বিচারে মা ইলিশ শিকারের সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার ৯ কোটি ২৬ লক্ষ মিটার জাল, ৬ শত ৫২ কেজি মাছ, ৩২ টি নৌযান সহ মোট ১৩৬ জনকে গ্রেফতার করা হয়।বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোট ৩২ টি মামলা করা হয়।
এসংক্রান্তে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ সফল করতে নৌ-পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নৌ পুলিশ।