সোমবার বরিশাল জেলা পুলিশ লাইন্সে নৌ পুলিশ কর্তৃক আয়োজিত মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে এক বর্নাঢ্য সড়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নৌ পুলিশ প্রধান শেখ মুহম্মদ মারুফ হাসান এর নেতৃত্বে উক্ত র্যালিতে পুলিশের স্থানীয় বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ও জেলা প্রশাসকের কার্যালয় (বরিশাল), উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বরিশাল সদর, (বরিশাল), বিআইডাব্লিউটিএ, (বরিশাল), বিআইডাব্লিউটিসি, মৎস্য বিভাগ, কোস্টগার্ড সহ স্থানীয় সুশিল সমাজ, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, স্থানীয়-জাতীয় সাংবাদিক বৃন্দ ও বরিশাল বিভাগের মৎস্য চাষী, ব্যাবসায়ীরাসহ সর্বস্তরের সাধারন মানুষ অংশগ্রহন করেন।
র্যালি শেষে বরিশাল জেলা পুলিশ লাইন্সে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার মোহম্মদ শিবলী কায়সারের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন নৌ পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির কমিশনার এবং রেঞ্জ ডিআইজি।
অলোচনা সভায় নৌ পুলিশ প্রধান বলেন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, এবং এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসিম, এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে মা ইলিশ সংরক্ষণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। মা ইলিশ সংরক্ষণ সফল করতে তিনি সকল স্টেকহোল্ডারদের প্রতি সমন্বয় করে অভিযান পরিচালনা করতে নির্দেশ দেন। মৎস্য জীবি ভাইদের অনুরোধ করেন ইলিশের প্রজনন সময় এই ২২ দিন সকল প্রকার মাছ ধরা থেকে বিরত থাকতে। মৎস্য জীবিদের অভিযোগ সমাধানের সর্বাত্ব চেষ্টা করবেন বলে জানান।
তিনি আরো বলেন মৎস্য জীবিদের সরকারি সাহায্য বাড়াতে এবং তাদের জীবন মানের উন্নতির জন্য সরকারের উদ্ধর্তন কর্মকর্তাদের কাছে অনুরোধ করবেন। সর্বপরি মৎস্য জীবিদের সকল প্রকার, সার্বক্ষনিক সাহায্য করনের প্রতিশ্রুতি প্রদান করেন। বরিশালের স্থানীয় সাংবাদিক, মৎস্যজীবি, ও প্রশাসনের উনমুক্ত আলোচনায় ও সভা প্রানবন্ত হয়ে ওঠে। র্যালি ও সভায় অংশগ্রহন কারী সকল সদস্যদের মাঝে মা ইলিশ সংরক্ষণ সফল করা বিষয়ে বিশেষ প্রচারনা মূলক লিফলেট বিতরন করা হয়। সর্বশেষে নৌ পুলিশে ডিআইজি আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ প্রদান করেন।