রাজধানীর কামারপাড়ায় ঘরের ভেতরে তিন সন্তানসহ এক নারীর লাশ পাওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে।
নিহত রেহেনা পারভীনের ভাই সামছুল আলম শুক্রবার রাতে তুরাগ থানায় এই হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহারে রেহেনার স্বামী মোস্তফা কামাল ও কামালের বোন কোহিনুরের নাম লেখা হয়েছে বলে তুরাগ থানার ওসি মাহবুবে খোদা জানান।
রাতে মামলা পর মোস্তফা কামালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তুরাগ থানার ওসি।
প্রতিবেশীদের কাছে খবর পেয়ে শুক্রবার ভোররাতে পুলিশ গিয়ে তুরাগ থানা এলাকায় ইজতেমা মাঠের কাছের কামারপাড়ার কালিয়ারটেক এলাকার টিনশেড একটি বাসা থেকে রেহেনা পারভীন (৪০) ও তার তিন সন্তান শান্তা (১৩), শেফা (৮) ও সাদ (১) এর লাশ উদ্ধার করে।
রেহেনা পারভীন নামে ওই নারী তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে রেহেনার বাড়ির লোকজনের সন্দেহ, তার শ্বশুরবাড়ির লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ওসি বলেন, রেহেনার ভাই হত্যা মামলা করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চারজনকে পাশাপাশি দাফন
মা ও তিনজনকে কামারপাড়া কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
নিহত রেহেনার খালাতো ভাই মো. নাহিদ বলেন, শুক্রবার রাতে চারজনকে পাশাপাশি দাফন করা হয়।