চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সাব-ব্র্যান্ড অনর সম্প্রতি উন্মুক্ত করেছে মিড-রেঞ্জের স্মার্টফোন অনর এক্সনাইনসি। কোম্পানির দাবি, টেকসই ও বড় আকারের ব্যাটারিযুক্ত হওয়া সত্ত্বেও স্মার্টফোনটি তুলনামূলক হালকা ওজনের।
মঙ্গলবার অনর এক্সনাইনসি উন্মুক্ত করা হয়। ফোনে ৬ দশমিক ৭৮ ইঞ্চির কার্ভড ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজল্যুশন ১২২৪×২৭০০ পিক্সেল ও ব্রাইটনেস ৪ হাজার নিট পর্যন্ত। মেইন ক্যামেরায় থাকছে ১০৮ মেগাপিক্সেলের অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইসি) ও ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ফিচারযুক্ত দুটি সেন্সর। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় থাকছে ১০৮০ পিক্সেলে ভিডিও ফিচারযুক্ত ১৬ মেগাপিক্সেলের সেন্সর।
এক্সনাইনসিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১, যা আগের মডেল এক্সনাইনবিতেও ছিল। ৮ ও ১২ জিবি (গিগাবাইট) র্যাম ভ্যারিয়েন্টে স্টোরেজ পাওয়া যাবে ৫১২ জিবি পর্যন্ত। অনারের দাবি, ফোনটির মাধ্যমে অনলাইনে ২৬ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। কারণ এতে থাকছে ৬৬০০ এমএএইচ (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) ব্যাটারি। বড় আকারের ব্যাটারিটিকে চার্জ করতে থাকছে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন। অনর জানিয়েছে, ২ মিটার উচ্চতা থেকে ফোনটি পড়লেও কোনো সমস্যা হবে না।
মালয়েশিয়ায় ফোনটির ১২ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩৪৫ ডলার)। সিঙ্গাপুরে একই ভ্যারিয়েন্ট প্রি-অর্ডার করা যাচ্ছে ৪৫০ সিঙ্গাপুর ডলারে (প্রায় ৩৪০ ডলার)। তথ্যসূত্র:বনিকবার্তা