ডিএমপি নিউজ রিপোর্ট: রাজধানীতে এপিবিএন-৫ এর অভিযানে ধানমন্ডির মিনাবাজারসহ তিনটি প্রতিষ্ঠান’কে ৫১ হাজার টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।
২ এপ্রিল, ২০১৭ রবিবার এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এর নেতৃত্বে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন-৫ (অপারেশন্স) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ধানমন্ডির ৪৪ নম্বর রোডের “মিনা বাজার সুপার সপ” মেয়াদ উত্তীর্ণ অগ্নি নির্বাপক সিলিন্ডার ব্যবহার ও প্রতিশ্রুত পরিমাপ অপেক্ষা কম পরিমাপে পণ্য বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ লিটন’কে ২০ হাজার টাকা জরিমানা, ধানমন্ডির ১৬ নং বাড়িতে অবস্থিত “লাভ ক্যাট্স সপ ফাস্ট ফুট” অস্বাস্থ্যকর পরিবেশ ও ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করায় ব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ’কে ১১ হাজার টাকা জরিমানা, একই অপরাধে ৪৩/২৩ সবুজবাগের “রমনা রেস্টুরেন্ট (চাইনিজ) লিঃ” এর ব্যবস্থাপক মোঃ এম এ আওয়াল’কে ২০ হাজার টাকা করে সর্বমোট ৫১ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।