ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর এলাকা থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ একজনন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- মোঃ আনোয়ার হোসেন বাবু। এসময় তার হেফাজত হতে ৬১০০ পিস ইয়াবা, ১০১ বোতল ফেন্সিডিল ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে মাদক বিক্রয়ের
এ সংক্রান্তে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি ২০২২ (সোমবার) রাত ০৮:৫০ টায় মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকায় গ্রেফতারকৃত আনোয়ারের ভাড়া বাসায় (হোল্ডিং নং ১২৩) বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির ভাড়া বাসা থেকে ৬১০০ পিস ইয়াবা ও ১০১ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। এসময় গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে মাদক বিক্রয়ের ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।