ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ সুজন।
শুক্রবার (২০ মে ২০২২) সকাল ১১:৫০ টায় মিরপুর মডেল থানার ২ নং সেকশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, একজন মাদক ব্যবসায়ী মিরপুর মডেল থানার ২ নং সেকশন এলাকার এইচ ব্লকের ১০ নং রোডের পাকা রাস্তার উপর মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান থানার একটি টিম। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ সুজনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।