ডিএমপি নিউজঃ রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন– মোঃ আঃ রহমান, মোঃ আব্দুর রহিম ও শিপন মিয়া।
শুক্রবার (২৭ মে ২০২২) রাত ৯:৪৫ টায় মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে বলেন, তিনজন মাদক কারবারি মিরপুর-১, কলওয়ালা পাড়া মসজিদ মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পান থানার একটি টিম। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ রহমান, রহিম ও শিপনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।