ডিএমপি নিউজ : রাজধানীর মিরপুরে বিআরটিসির একটি দোতলা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ সাজেদুল আলম টুটুল।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম-বার ডিএমপি নিউজকে জানান, আজ সোমবার দুপুর ১৪:৩৫ টায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাসে যাত্রী বেশে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে গাড়ির উপরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো বলেন, মিরপুর মডেল থানা পুলিশ বাসে আগুন দেওয়ার ঘটনার কিছুক্ষণ পর এই ঘটনায় জড়িত রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজেদুলকে ঘটনাস্থলের পাশ থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাজেদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে মর্মে জানান পুলিশের এই কর্মকর্তা।